Earthquake: ৬.৭ তীব্রতার ভূমিকম্পে কাঁপল তাইওয়ানের উপকূল; ভেঙে পড়ল সেতু, আহত একজন

তাইপেই, ২৩ মার্চ (হি.স.): জোরালো তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ানের উপকূল, ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে কেঁপে ওঠে অনেক বহুতল। ভেঙে পড়েছে একটি অর্ধ-নির্মিত সেতু এবং একজন আহত হয়েছেন। বুধবার অনুভূত হওয়া ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৭। মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, বুধবার ভোররাত ১.৪১ মিনিট নাগাদ (১৭৪১ জিএমটি মঙ্গলবার) ভূমিকম্প অনুভূত হয় তাইওয়ানের উপকূলে। প্রথমে জানানো হয় ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৯, পরে জানানো হয় ৬.৬, সবশেষে জানানো হয়েছে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৭।

তাইওয়ানের পূর্ব উপকূলে অনুভূত হয় ভূমিকম্প, দ্বীপের মনোরম পর্যটন শহর হুয়ালিয়েনের কাছে, দ্বীপের বেশিরভাগ অংশে অনুভূত হয়েছে ভূমিকম্প। কম্পন অনুভূত হওয়া মাত্রই বহু মানুষ ঘর-বাড়ি ছেড়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। তাইপেই-এর ঝংশান জেলায় বিল্ডিং কেঁপে ওঠে, হুয়ালিয়েনে অর্ধ-নির্মিত একটি সেতু ভেঙে পড়েছে। তাইওয়ানের জাতীয় দমকল এজেন্সি জানিয়েছে, তাইতুংয়ের দক্ষিণাঞ্চলীয় কাউন্টিতে একজন ব্যক্তি কাঁচে আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *