নয়াদিল্লি, ১৯ মার্চ (হি.স.): বিগত দু’বছরের মধ্যে এই প্রথমবার, চিনে শেষ ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত দু’জন রোগীর। বিগত দু’বছরেরও বেশি সময়ের মধ্যে এই প্রথমবার করোনায় মৃত্যু হয়েছে চিনে। শুক্রবার সারাদিনে চিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ২২৮ জন। নতুন করে দু’জনের মৃত্যুর পর ফের করোনার ভয় বাড়তে শুরু করেছে চিনে।
বিগত কয়েকদিন ধরে লাফিয়ে লাফিয়ে করোনা-আক্রান্তের সংখ্যা বাড়ছে চিনে, কখনও ২-হাজার, কখনও আবার ৩-হাজারের গণ্ডি ছাড়িয়ে যাচ্ছে আক্রান্তের সংখ্যা। বিগত ২৪ ঘন্টায় নতুন করে ২,২২৮ জন সংক্রমিত হওয়ার পর চিনে মোট আক্রান্ত হয়েছেন ১২৮,৪৬২ জন। দু’জনের মৃত্যুর পর মোট মৃত্যু হয়েছে ৪,৬৩৮ জনের। চিনে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১০৫,২৩৮ জন।

