Narendra Modi: একবিংশ শতাব্দীতে সবচেয়ে বড় লক্ষ্য স্বনির্ভরতা ও আধুনিক ভারত : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ মার্চ (হি.স.): একবিংশ শতাব্দীর ভারতের সবচেয়ে বড় লক্ষ্য হল স্বনির্ভর ভারত, আধুনিক ভারত। স্বাধীনতার এই অমৃতকালে আমাদের সংস্কার, সম্পাদন ও রূপান্তরকে পরবর্তী স্তরে নিয়ে যেতে হবে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মুসৌরির লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন-এর ৯৬ তম কমন ফাউন্ডেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। নিজের ভাষণে প্রধানমন্ত্রী বলেছেন, “ভারত যখন স্বাধীনতার ১০০ তম বছরে পদার্পণ করবে, তখন আমাদের মধ্যে অনেকেই হয়তো থাকব না। কিন্তু আপনাদের এই ব্যাচ তখনও থাকবে, আপনারাও থাকবেন। স্বাধীনতার এই অমৃতকাল আগামী ২৫ বছরে দেশের উন্নয়নে বিরাট ভূমিকা রাখবে।”

প্রধানমন্ত্রী বলেছেন, “বিগত ৭৫ বছরে আমরা যে গতিতে প্রগতি করেছি, তার থেকে বহুগুণ দ্রুত এগিয়ে যাওয়ার সময় এসেছে। আগামী বছরগুলিতে আপনারা কোনও জেলা, কোনও বিভাগ, কোথাও একটি বিশাল অবকাঠামো প্রকল্প আপনার তত্ত্বাবধানে পরিচালনা করবেন। সর্বদা আপনাদের মাথায় রাখতে হবে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় লক্ষ্য। সেই লক্ষ্য হল-আত্মনির্ভর ভারত, আধুনিক ভারত।” সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “ফাইল এবং ফিল্ডের মধ্যে পার্থক্য বুঝে কাজ করতে হবে আপনাদের। আপনি ফাইলে আসল অনুভূতি পাবেন না। অনুভূতির জন্য আপনাকে ফিল্ডের সঙ্গে যুক্ত থাকতে হবে।”