কিয়েভ, ১৭ মার্চ (হি.স.): রাশিয়ার বোমা-হামলা থেকে বাঁচতে একটি থিয়েটার হলে আশ্রয় নিয়েছিলেন হাজারের মানুষ। সেই থিয়েটার হলটির উপর বোমা ফেলেছে রাশিয়ার যুদ্ধ বিমান। বিস্ফোরণে ধ্বংস হয়ে গিয়েছে থিয়েটারটি। ঘটনাস্থল ইউক্রেনের উপকূলবর্তী শহর মারিয়োপোল। মারিয়াপোল স্থানীয় কাউন্সিল জানিয়েছে, “হামলাকারীরা নাটকের থিয়েটার ধ্বংস করেছে, একটি স্থান যেখানে হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছিলেন। আমরা কখনই ক্ষমা করব না।”
রাশিয়ার যুদ্ধ বিমান বোমা নিক্ষেপের পরই থিয়েটারের মাঝের অংশটি ভেঙে মাটিতে এসে মিশে যায়। আগুন লেগে যায় অন্যান্য অংশেও। কালো ধোঁয়া বেরিয়ে আসতে থাকে থিয়েটারের ভিতর থেকে। যদিও আশপাশে কোনও মানুষজনের দেখা পাওয়া যায়নি। সেখানে আশ্রয় নেওয়া স্থানীয় বাসিন্দারা কী অবস্থায় রয়েছেন, জানা যায়নি তা-ও।