Covid Vaccine: ওমিক্রন নিয়ন্ত্রণে অন্য দেশের তুলনায় সফল ভারত, ১৮০.৮০-কোটি টিকাকরণ সম্পন্ন

নয়াদিল্লি, ১৭ মার্চ (হি.স.): ওমিক্রন নিয়ন্ত্রণে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সফল ভারত। এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল। বৃহস্পতিবার পরিসংখ্যান দিয়ে তিনি জানিয়েছেন, “ওমিক্রনের বিস্তার বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভালোভাবে নিয়ন্ত্রণ করেছে ভারত। বর্তমানে ১৫-১৭ লক্ষ আক্রান্তের ঘটনা ঘটছে বিশ্বে, কিন্তু ভারতে ৩ হাজারের কাছাকাছি।”

এদিকে, ভারতে ১৮০ ১৮০ কোটি ৮০ লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল কোভিড-টিকাকরণ। দেশব্যাপী টিকাকরণ অভিযানে বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ১৭ লক্ষ ৮৬ হাজার ৪৭৮ জন প্রাপক। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ১,৮০,৮০,২৪,১৪৭ জনকে টিকা দেওয়া হয়েছে। ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৭৮,১২,২৪,৩০৪-এ পৌঁছে গিয়েছে। বিগত ২৪ ঘন্টায় পরীক্ষিত ৭,১৭,৩৩০ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৩৯ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *