নয়াদিল্লি, ১৭ মার্চ (হি.স.) : স্বাধীনতার পর থেকে দেশে স্থল বন্দরের উন্নয়ন উপেক্ষা করা হলেও গত ১০ বছরে অর্থনীতির শক্তি বৃদ্ধি করে স্থলবন্দরের অনেক অগ্রগতি দেখা গিয়েছে। বৃহস্পতিবার ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার দশমতম প্রতিষ্ঠা দিবসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একথা বলেন।
ভাষণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন বলেন, ভারতের স্বাধীনতার পরে সড়ক পরিবহন এবং স্থলবন্দর উন্নত করার দিকে মনোনিবেশ করা উচিত ছিল তবে গত ১০ বছরে যথাযথ অগ্রাধিকার দেওয়া হয়েছিল অভূতপূর্ব ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। ভারত সাতটি (চিন, পাকিস্তান, ভুটান, মায়ানমার, আফগানিস্তান, নেপাল ও বাংলাদেশ) প্রতিবেশী দেশের সঙ্গে স্থল সীমান্তে বাণিজ্য করিডোরে মুখোমুখি হতে পারছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ভূয়সী প্রশংসা করে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন যতগুলি পৃথক উপক্রম রয়েছে, তার মধ্যে সবথেকে কম সময়ের ল্যান্ড পোর্ট অথরিটি। কিন্তু, মাত্র ১০ বছর সময়েই নিজ উদ্দেশ্যের পূর্তির জন্য অনেক বড় যাত্রা পূরণ করেছে।