রায়পুর, ১৫ মার্চ (হি.স.): ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত দান্তেওয়াড়া জেলায় সুরক্ষা বাহিনীর যৌথ অভিযানে নিকেশ হয়েছে দু’জন মহিলা মাওবাদী। মঙ্গলবার দান্তেওয়াড়া জেলার কাটেকল্যাণ থানার অন্তর্গত জঙ্গলে মাওবাদীদের সঙ্গে যৌথ বাহিনীর এনকাউন্টার শুরু হয়, এই অভিযানে নিকেশ হয়েছে দু’জন মহিলা মাওবাদী। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে দু’টি রাইফেল-সহ তিনটি আগ্নেয়াস্ত্র।
বস্তার রেঞ্জের আইজি পি সুন্দররাজ জানিয়েছেন, মঙ্গলবার দান্তেওয়াড়া জেলার কাটেকল্যাণ থানার অন্তর্গত জঙ্গলে মাওবাদীদের সঙ্গে যৌথ বাহিনীর এনকাউন্টার শুরু হয়, যৌথ বাহিনীর এই অভিযানে নিকেশ হয়েছে দু’জন মহিলা মাওবাদী। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে দু’টি রাইফেল ও দেশীয় আগ্নেয়াস্ত্র। নিহত মাওবাদীদের নাম এখনও পর্যন্ত জানা যায়নি।

