নয়াদিল্লি, ১৫ মার্চ (হি.স.): স্কুল অথবা শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরে আসা নিষিদ্ধই রইল। মঙ্গলবার কর্ণাটক হাইকোর্ট জানিয়ে দিয়েছে, হিজাব পরা ইসলাম ধর্মবিশ্বাসে বাধ্যতামূলক ধর্মীয় অনুশীলন নয়, তাই এ ক্ষেত্রে ভারতীয় সংবিধানের ২৫ নম্বর ধারার রক্ষাকবচ প্রযোজ্য নয়। কর্ণাটক হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশি। তিনি বলেছেন, পড়াশোনার দিকে বেশি মনোনিবেশ করা উচিত শিক্ষার্থীদের।
হিজাব নিয়ে কর্নাটক হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশি বলেছেন, “আমি আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। আমি সকলের কাছে অনুরোধ করছি রাজ্য ও দেশকে এগিয়ে যেতে হবে, সবাইকে হাইকোর্টের আদেশ মেনে শান্তি বজায় রাখতে হবে। শিক্ষার্থীদের মৌলিক কাজ হল পড়াশোনা করা। তাই এই সমস্ত কিছু বাদ দিয়ে তাঁদের পড়াশোনা করা উচিত এবং ঐক্যবদ্ধ হওয়া উচিত।”

