কিয়েভ, ১৫ মার্চ (হি.স.): ইউক্রেনের রাজধানী কিয়েভে ১৫ মার্চ রাত আটটা থেকে আগামী ১৭ মার্চ সকাল সাতটা অবধি, অর্থাৎ প্রায় ৩৫ ঘন্টার জন্য লাগু থাকবে কারফিউ। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসচক। এই সময়ে শুধুমাত্র বোমা হামলা থেকে বাঁচতে আশ্রয়কেন্দ্রে যেতে পারবেন নাগরিকরা। গোলাগুলির ঘটনা ক্রমেই বাড়ছে কিয়েভে, আরও দু’জনের মৃত্যু হয়েছে।
তাই ৩৫ ঘন্টার জন্য কারফিউ লাগু হচ্ছে কিয়েভে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসচক জানিয়েছেন, “বিশেষ অনুমতি ছাড়া শহরে ঘোরাফেরা করা নিষিদ্ধ থাকছে, বোমা আশ্রয়কেন্দ্রে যাওয়াতেই শুধু ছাড়া, রাজধানী ইউক্রেনের হৃদয় ও প্রাণকেন্দ্র তা রক্ষা করা হবে। কিয়েভ যা বর্তমানে ইউরোপের স্বাধীনতা ও নিরাপত্তার প্রতীক এবং অগ্রবর্তী অপারেটিং ভিত্তি, এভাবে হাল ছেড়ে দেওয়া হবে না।” ইউক্রেনে ফের বড় ক্ষতি হয়েছে রাশিয়ার সশস্ত্র বাহিনীর, এমনই দাবি করেছেন ইউক্রেনের বিদেশমন্ত্রী।

