পঞ্জাব এবার আপ-এর; মুখ থুবড়ে পড়ল কংগ্রেস, খারাপ ফল বিজেপির

অমৃতসর, ১০ মার্চ (হি.স.): পঞ্জাবে এবার ‘আম আদমি পার্টির সরকার’। সীমান্তবর্তী এই রাজ্যে পুরোপুরি মুখ থুবড়ে পড়ল কংগ্রেস। অনেক খারাপ ফল বিজেপির। বেলা এগারোটা নাগাদ নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১১৭ আসন বিশিষ্ট পঞ্জাব বিধানসভার ৮৯টি আসনে এগিয়ে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি, বহুজন সমাজ পার্টি দু’টি আসনে, বিজেপি তিনটি আসনে, নির্দল একটি আসনে, কংগ্রেস ১৫টি আসনে ও শিরোমণি অকালি দল ৭টি আসনে এগিয়ে রয়েছে।

ম্যাজিক সংখ্যা ৫৯ ছাড়িয়ে অনেক এগিয়ে গিয়েছে আপ। এ বার দিল্লির বাইরে প্রথম জয়ের গন্ধ পাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। বেলা বাড়তেই শুরু হয়েছে আপ-সেলিব্রেশন। আপের ‘মুখ্যমন্ত্রী মুখ’ ভগবন্ত মানের বাড়িতে শুরু হয়েছে মিষ্টি তৈরির কাজ। সঙ্গরুর লোকসভা কেন্দ্রে শুরু আপ কর্মী-সমর্থকরা সেলিব্রেশন শুরু করে দিয়েছেন।
বেলা যত গড়াচ্ছে বড় জয়ের আভাস পাচ্ছে আম আদমি পার্টি। পঞ্জাবে কংগ্রেসের প্রভাবশালী প্রার্থীরা পিছিয়ে রয়েছেন। সিধু ও চন্নি পিছিয়ে. অন্য দিকে, ক্যাপ্টেন অমরেন্দ্র সিংও পিছিয়ে রয়েছেন পাটিয়ালা আসনে, পদত্যাগের সম্ভাবনা মুখ্যমন্ত্রী চন্নির।