অটোয়া, ৯ মার্চ (হি.স.): রাশিয়ার সামরিক অভিযানের বিরুদ্ধে একাই প্রানপন লড়ে যাচ্ছে ইউক্রেন, তবে ইউক্রেনকে সামরিক সরঞ্জাম পাঠিয়ে সাহায্য করছে বিভিন্ন দেশ। ফের ইউক্রেনে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে কানাডা। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিজেই একথা জানিয়েছেন। ট্রুডো কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে।
বুধবার কানাডার প্রধানমন্ত্রী জানিয়েছেন, “প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা বললাম। তাঁকে আশ্বস্ত করে আমি জানিয়েছি, ইউক্রেনকে উচ্চ-বিশেষ সামরিক সরঞ্জামের আরেকটি চালান পাঠাবে কানাডা। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং ইউক্রেনের জন্য মানবিক সহায়তা নিয়ে আলোচনা হয়েছে। তাঁকে কানাডার পার্লামেন্টে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছি।”