নবারের ইস্তফা চেয়ে প্রতিবাদ, ফড়নবীশ-সহ কয়েকজন বিজেপি নেতা ধৃত মুম্বইয়ে

মুম্বই, ৯ মার্চ (হি.স.): মহারাষ্ট্রের মন্ত্রী ও এনসিপি নেতা নবাব মালিকের ইস্তফা চেয়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে মহারাষ্ট্র বিজেপি। মহারাষ্ট্র বিধানসভায় নবাব মালিকের ইস্তফার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিজেপি বিধায়করা, আন্দোলন চলছে রাস্তাতেও। বুধবার নবাব মালিকের পদত্যাগের দাবিতে মুম্বইয়ে বিক্ষোভ মিছিল করেন বিজেপি নেতা-কর্মীরা, সেই সময় মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ-সহ কয়েকজন বিজেপি নেতাকে আটক করেছে মুম্বই পুলিশ।

এদিন মুম্বইয়ের আজাদ ময়দানে ‘নবাব হটাও দেশ বাঁচাও’ স্লোগান দিতে থাকেন বিজেপি নেতা-কর্মীর। পরে শুরু হয় বিক্ষোভ মিছিল, কিন্তু দেবেন্দ্র ফড়নবীশ-সহ কয়েকজন বিজেপি নেতাকে আটক করেছে মুম্বই পুলিশ। বিজেপি নেতা চন্দ্রকান্ত পাটিল হুঁশিয়ারি দিয়েছেন, নবাব মালিক পদত্যাগ না করলে এমন বিক্ষোভ চলতেই থাকবে। এদিন মহারাষ্ট্র বিধানসভাতেও নবাব মালিকের ইস্তফা চেয়ে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। উল্লেখ্য, দাউদ ইব্রাহিমের সঙ্গে সম্পর্কিত আর্থিক লেনদেন মামলায় অভিযুক্ত নবাব মালিক, সে এখন বিচার বিভাগীয় হেফাজতে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *