দেহরাদূন, ৯ মার্চ (হি.স.): উত্তরাখণ্ডে জিততে চলছে কংগ্রেসই। আত্মবিশ্বাসের সঙ্গে ফের জানালেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা হরিশ রাওয়াত। তাঁর দাবি, কংগ্রেসই উত্তরাখণ্ডে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পাবে। বুধবার হরিশ রাওয়াত বলেছেন, “আমরা নিশ্চিত, কংগ্রেসই পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে। আমাদের কোনও সি-প্ল্যান নেই। তবে, হ্যাঁ অনেক প্রবীণ নেতা আছেন যারা টিকিট পাননি, উত্তরাখণ্ডের রাজনীতির জন্য আমরা তাঁদের সহযোগিতা নেব।”
বৃহস্পতিবার, ১০ মার্চ উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচনের ভোটগণনা। একদিন আগেই হরিশ রাওয়াত জানালেন, শুধুমাত্র জয় অথবা পরাজয়ের জন্য নয়, আমরা কংগ্রেস ছাড়া সেই সমস্ত দল ও ব্যক্তিদের সহযোগিতা কামনা করব উত্তরাখণ্ডের স্বার্থে। প্রসঙ্গত, উত্তরাখণ্ডে মোট আসন ৭০। বিজেপি না-কি কংগ্রেস, কোন রাজনৈতিক দলের দখলে যেতে চলেছে দেবভূমি, তা বৃহস্পতিবারই জানা যাবে।