Mamata Banerjee: “অব কি বার, বিজেপি পগার পার“, বিধানসভায় মমতা

কলকাতা, ৯ মার্চ (হি . স.) : সোমবার বিধানসভায় রাজ্যপালের ভাষণের সময়ে তুমুল বিক্ষোভের জেরে বুধবার বিধানসভার বাজেট অধিবেশন থেকে সাসপেন্ড করা হয় দুই বিজেপি বিধায়ককে। এর প্রতিবাদে ফের প্রবল বিশৃঙ্খলা তৈরি হয় বিধানসভায়। রাজ্যপালের বক্তব্যের জবাবি ভাষণে সেই গোলমালের কথা টেনে এনে বিজেপিকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সমস্ত অপপ্রচারের জবাব দিয়েছে বাংলার মানুষ। মনে রাখবেন বাংলায় রয়্যাল বেঙ্গল টাইগার আছে। অব কি বার, বিজেপি পগার পার।

সাসপেনশন তুলে নেওয়া দাবিতে প্রবল হইচই শুরু করে দেয় গেরুয়া শিবিরের বিধায়করা। পরে তাঁরা ওয়াকআউটও করেন। বিজেপিকে নিশানা করে মমতা আরও বলেন, যারা সাধারণভাবে নিজেরে এলাকাতেই জিততে পারে না তারা আবার বড় বড় কথা বলে! আমরা চাই শান্তি। ওরা চায় অশান্তি। আমরা চাই শিল্প, ওরা চায় দুর্ভিক্ষ। ওদের বিশ্রাম নেওয়ার সময় এসেছে।

মুখ্যমন্ত্রী বলেন, কাজ করতে জানে না, কাজ করতে পারে না। সবুজ সাথী, শিক্ষাশ্রী সব করেছি আমরা। বাংলা দীর্ঘদিন পিছিয়ে ছিল। এখন উন্নয়নের শিখরে উঠেছে। যারা ভাষা জানে না, এনআরসি আন্দোলন করলে গুলি করে মারে, কোভিডে মারা গেলে গঙ্গায় ভাসিয়ে দেয় তারা আবার কথা বলে কী করে। বিজেপি বলেছিল অব কি বার ২০০ পার। এবার অব কি বার পগার পার হবে।

উল্লেখ্য, সোমবার বিধানসভায় রাজ্যপালের ভাষণের সময় তাঁকে তৃণমূলের মহিলা বিধায়করা তাঁকে বাধা দেন ও শারীরিক হেনস্থা করে বলে অভিযোগ এনেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর পাল্টা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের বৈঠকে গতকাল মমতা বলেন, রাজ্যপালকে ভাষণ দিতে বাধা দিয়েছে বিজেপি। ওরা কোনও আইন মানে না। সাংবিধানিক সংকট হতে পারত। আমাদের মহিলা ব্রিগেড গণতন্ত্রের মান বাঁচিয়েছে। বিধানসভায় তাঁর ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, বিধানসভায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে বিজেপি। ওরা মানুষের কথা শোনে না। ওদের একটাও আসন দেওয়া উচিত নয়। খালি দাঙ্গা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *