নয়াদিল্লি, ৭ মার্চ (হি.স.) : রাজ্যসভার খালি আসনে নির্বাচনের দিন ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। চলতি মাসেই হবে নির্বাচন। সোমবার কমিশন জানিয়েছে, আগামী ৩১ মার্চ রাজ্যসভার ১৩টি আসনে হবে ভোটগ্রহণ।
ছ’টি রাজ্যের খালি হওয়া আসনগুলিতে হবে নির্বাচন। রাজ্যগুলি হল পঞ্জাব, কেরল, অসম, হিমাচল প্রদেশ, ত্রিপুরা এবং নাগাল্যান্ড। পঞ্জাবে সবচেয়ে বেশি ৫টি আসনে হবে ভোট। কেরলে খালি আসন তিনটি। হিমাচল, ত্রিপুরা ও নাগাল্যান্ডে একটি করে আসন খালি। অসমে খালি দুটি আসন।
অবসর নেওয়া সদস্যরা হলেন অসমের রানী নারাহ এবং রিপুন বোরা, হিমাচল প্রদেশের আনন্দ শর্মা, এ কে অ্যান্টনি, এমভি শ্রেয়ামস কুমার এবং সোমাপ্রসাদ কে কেরালার, কেজি কেনে নাগাল্যান্ডের, ঝর্ণা দাস (বৈদ্য), ত্রিপুরার সুখদেব সিং, প্রতাপ সিং। পঞ্জাব থেকে বাজওয়া, শ্বেত মালিক, নরেশ গুজরাল এবং শমসের সিং দুল্লো।
জানা গিয়েছে, বিজ্ঞপ্তি জারি: ১৪ মার্চ, ২০২২, মনোনয়ন দেওয়ার শেষ তারিখ: ২১ মার্চ, ২০২২, মনোনয়ন যাচাই: ২২ মার্চ, ২০২২, প্রার্থীপদ প্রত্যাহারের শেষ তারিখ: ২৪ মার্চ, ২০২২, ভোটের তারিখ: ৩১ মার্চ, ২০২২, ভোট গণনা:ভোট গণনা: ৩১ মার্চ, ২০২২, বিকাল ৫:০০ টায়।