ভোপাল ও নয়াদিল্লি, ৫ মার্চ (হি.স.): প্রতিদিনের মতো জন্মদিনেও চারাগাছ রোপণ করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। একইসঙ্গে স্বচ্ছতা অভিযানেও অংশ নিয়েছেন শিবরাজ। শনিবার ৬৩ বছর বয়স হয়েছে শিবরাজ সিং চৌহানের। প্রতিদিনের মতো জন্মদিনের সকালও একই রকম কাটল শিবরাজের। এদিন সকালে স্মার্ট পার্কে চারাগাছ রোপণের পর স্বচ্ছতা অভিযানে অংশ নেন তিনি। চারাগাছ রোপণের সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ও ছেলে। শিবরাজ জানিয়েছেন, “আমি প্রতিদিনই চারাগাছ রোপণ করি। ২০৭০ সালের মধ্যে নেট-শূন্য নির্গমনের লক্ষ্যমাত্রা অর্জন করার প্রতিশ্রুতি দিয়েছে ভারত, আমাদের সকলেরই জন্মদিনে চারাগাছ রোপণ করা উচিত।”
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে টুইট করে শুভেচ্ছা-বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, “মধ্যপ্রদেশের প্রগতিশীল মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে জন্মদিনের শুভেচ্ছা। তাঁর উন্নয়নমুখী নেতৃত্ব, প্রশাসনিক দক্ষতা এবং নম্রতা অগণিত মানুষের কাছে তাঁকে প্রিয় করে তুলেছে। তাঁর দীর্ঘায়ু ও সুস্থ জীবনের জন্য কামনা করছি।”

