নয়াদিল্লি, ৫ মার্চ (হি.স.) : ইউক্রেনে রাশিয়ার সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা আদতে ভারতের বিরাট কূটনৈতিক জয়। মস্কোর সঙ্গে নয়াদিল্লির লাগাতার আলোচনা রুশ প্রশাসনের এই পদক্ষেপের অন্যতম কারণ।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ভারত সরাসরি কোনও পক্ষে হয়ে সওয়াল করেনি। কারও বিরুদ্ধাচরণও করেনি। যদিও আগাগোড়াই যুদ্ধের বিরুদ্ধে গিয়ে শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছে ভারত সরকার।
এদিকে, রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করতেই সেখানে প্রায় ২০ হাজার ভারতীয় আটকে পড়েন। যাঁদের অধিকাংশই আবার পড়ুয়া। তাঁদের নিরাপদে ফিরিয়ে আনতে চাপ বাড়তে থাকে মোদী সরকারের উপর। এই পরিস্থিতিতে সরাসরি মস্কোর সঙ্গে আলোচনা শুরু করে নয়াদিল্লি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দফায় দফায় ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার জেরে মস্কোর তরফে আশ্বাস দেওয়া হয়, ইউক্রেনে আটকে পড়া ভারতীয়রা চাইলে সেদেশের পূর্ব সীমান্ত পার করে রাশিয়ায় ঢুকে পড়তে পারেন। সেখান থেকে তাঁদের ভারতে ফেরার ব্যবস্থা করা হবে। নিঃসন্দেহে এটি ছিল ভারতের সাফল্যের প্রথম ধাপ।
শনিবার ভারতীয় সময় সকাল সাড়ে এগারোটা নাগাদ যুদ্ধবিরতি ঘোষণা করে রাশিয়া। বলা হয়, এই সময়ের মধ্যে অসামরিক নাগরিক, বিদেশি নাগরিক, মহিলা, শিশু, প্রবীণদের ইউক্রেন থেকে বের করে আনা যাবে। ভারতও ঠিক এটাই চাইছিল। রাশিয়ার এই পদক্ষেপ তাই ভারতের কাজ সহজ করে দিল। এবার যুদ্ধক্ষেত্র থেকে ভারতীয়দের উদ্ধারের প্রক্রিয়া আরও দ্রুত হবে।