আজমগড় (উত্তরপ্রদেশ), ৫ মার্চ (হি.স.) : উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের শেষ পর্বের আগে শনিবার ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সাংসদ রীতা বহুগুনা যোশীর ছেলে মায়াঙ্ক জোশী সমাজবাদী পার্টিতে যোগ দিলেন।
এদিন আজমগড়ে একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় সপা প্রধান অখিলেশ যাদব একথা জানান।
এর আগে জানুয়ারিতে রীতা বহুগুনা যোশীর ছেলের জন্য লখনউ ক্যান্টনমেন্ট আসন থেকে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিজেপি থেকে টিকিট চেয়েছিলেন। রীতা বহুগুনা যোশীও বলেছিলেন, তার ছেলে লখনউ ক্যান্ট আসন থেকে টিকিট না পেলে তিনি লোকসভার সদস্যপদ ছেড়ে দেবেন। কিন্তু ছেলেকে দল টিকিট না দেওয়ার পরেও তিনি “দলের সিদ্ধান্তকে সম্মান করেন” বলে আগেই জানিয়েছিলেন। রীতা বহুগুনা জোশী ২০১৭ সালের নির্বাচনে লড়ে লখনউ ক্যান্টনমেন্ট থেকে তৎকালীন সপা প্রার্থী অপর্ণা যাদবকে পরাজিত করেছিলেন।
প্রসঙ্গত, উত্তরপ্রদেশের ৪০৩ টি বিধানসভা আসনের নির্বাচন গত ১০ ফেব্রুয়ারি থেকে সাতটি ধাপে অনুষ্ঠিত হচ্ছে। উত্তরপ্রদেশে ভোটের ছয় দফায় ১০, ১৪, ২০, ২৩, ২৭ এবং ৩ মার্চ ভোট গ্রহণপর্ব শেষ হয়েছে এবং শেষ সপ্তম ধাপের ভোট ৭ মার্চ অনুষ্ঠিত হবে। ১০ মার্চ ভোট গণনা হবে।

