কিয়েভ, ২ মার্চ (হি.স.): নিজস্ব ভূখণ্ডে রাশিয়ার সামরিক অভিযানের যোগ্য জবাব ফিরিয়ে দিচ্ছে ইউক্রেন। যুদ্ধের ৬-দিনে ইউক্রেনের প্রত্যাঘাতে মৃত্যু হয়েছে ৬ হাজার রুশ সেনার। বুধবার এমনটাই জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভে একটি হলোকাস্ট সংহার স্থানে আঘাত হেনেছে রুশ ক্ষেপণাস্ত্র, এরপরই রাশিয়াকে বয়কটের জন্য বিশ্বের ইহুদি সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছেন জেলেনস্কি।
মঙ্গলবারই ইউক্রেনের খারকিভে বিস্ফোরণে মৃত্যু হয়েছিল এক ভারতীয় পড়ুয়ার, এরপর বুধবার ফের শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে খারকিভ। এদিকে, রাশিয়ার দখলে যেতে চলেছে ইউক্রেনের খেরসন। সেখানকার গভর্নর জানিয়েছেন, শহরটি সম্পূর্ণরূপে ঘিরে রেখেছে রাশিয়া।

