নিউইয়র্ক, ১ মার্চ (হি.স.): ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতিতে, রাষ্ট্রপুঞ্জে ভারত জানাল-“বিবাদের শান্তিপূর্ণ নিষ্পত্তিই ভারতের বরাবর অবস্থান, ভারত সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে কূটনীতির পথে ফিরে আসা ছাড়া আর কোনও বিকল্প নেই।” ইউক্রেন নিয়ে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার ১১ তম জরুরি বিশেষ অধিবেশনে রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি বলেছেন, বিবাদ শান্তিপূর্ণভাবে মিটে যাক এটাই চাইছে ভারত, ভারত সরকার মনে করেন কূটনীতির পথে ফিরে আসা ছাড়া আর কোনও বিকল্প নেই।
ইউক্রেনে আটকে পড়া ভারতীয় নাগরিকদের উদ্ধার করতে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে ভারত সরকার। এক্ষেত্রে ভারতকে সহায়তা করছে ইউক্রেন সংলগ্ন বিভিন্ন দেশ। টি এস তিরুমূর্তি রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার ১১ তম জরুরি বিশেষ অধিবেশনে বলেছেন, “ইউক্রেনে এখনও আটকে থাকা ভারতীয় নাগরিকদের অবিলম্বে উদ্ধারের জন্য ভারত যা যা করতে পারে তাই করছে… এই গুরুত্বপূর্ণ মানবিক প্রয়োজনীয়তা অবিলম্বে সমাধান করা উচিত। আমি ইউক্রেনের সমস্ত প্রতিবেশী দেশকে ধন্যবাদ জানাতে চাই, ইউক্রেনের প্রতিবেশী দেশগুলি আমাদের নাগরিকদের জন্য তাঁদের সীমান্ত উন্মুক্ত করে দিয়েছে এবং আমাদের মিশন ও কর্মীদের সমস্ত সুযোগ-সুবিধা দিয়েছে।”