নয়াদিল্লি, ১ মার্চ (হি.স.): পবিত্র মহাশিবরাত্রি উপলক্ষ্যে সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেবতাদের দেবতা মহাদেবের কাছে সকলের জন্য মঙ্গলও কামনা করেছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার মহাশিবরাত্রির পবিত্রক্ষণে টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, “মহাশিবরাত্রি উপলক্ষ্যে আপনাদের সকলকে শুভেচ্ছা। দেবতাদের দেবতা মহাদেব সকলের মঙ্গল করুক। ওঁম নমঃ শিবায়।”
মহাশিবরাত্রি উপলক্ষ্যে মঙ্গলবার সকালেই উত্তর প্রদেশের গোরক্ষপুরের গোরক্ষনাথ মন্দিরে পূজার্চনা করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে মহাদেবের পূজার্চনা করেছেন ভক্তরা। জম্মু-কাশ্মীরের রিয়েসি জেলায় শম্ভু মহাদেব মন্দিরে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে মহাদেবের পূজার্চনা করা হয়। এদিন ভোররাতেই মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে মহাদেবের পূজার্চনা করা হয়।