আহমেদাবাদ, ১ মার্চ (হি.স.): মৃদু তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল গুজরাটের কচ্ছ জেলা। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৪। এই ভূমিকম্পে কোথাও ক্ষয়ক্ষতির কোনও ঘটনা ঘটেনি। মঙ্গলবার সকাল ৭.৫০ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়।
গান্ধীনগরের সিসমোলজিক্যাল রিসার্চ সেন্টার জানিয়েছে, মঙ্গলবার সকাল ৭.৫০ মিনিট নাগাদ ৩.৪ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় কচ্ছ জেলায়। ভূমিকম্পের উৎসস্থল ছিল কচ্ছ জেলার রাপার থেকে ১৯ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে, ভূপৃষ্ঠের ২১.৭ কিলোমিটার গভীরে। গুজরাটের কচ্ছ ভূমিকম্পে প্রবণ অঞ্চল, মাঝেমধ্যেই এখানে ভূমিকম্প অনুভূত হয়। বিগত দু’সপ্তাহের মধ্যে এই নিয়ে তিনবার কেঁপে উঠল কচ্ছ জেলা।