Prime Minister Narendra Modi : ভোকাল ফর লোকালে জোর প্রধানমন্ত্রীর, বললেন সতর্কতার সঙ্গে উৎসব উদযাপন করুন

নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): মন কি বাত অনুষ্ঠানে ভোকাল ফর লোকালের ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী। মোদী বলেছেন, উৎসবের দিন এগিয়ে আসছে, আমি সকলকে ভোকাল ফর লোকাল মেনে চলার ও স্থানীয় বাজার থেকে কেনাকাটার আহ্বান জানাচ্ছি।

মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “কিছু দিন পরই হোলি, এগিয়ে আসছে বিভিন্ন উৎসব….আমি সকলকে ভোকাল ফর লোকাল মেনে চলার ও স্থানীয় বাজার থেকে কেনাকাটার আহ্বান জানাচ্ছি।” মোদী আরও বলেছেন, উৎসাহের সঙ্গে উৎসব উদযাপন করুন, তবে অবশ্যই সতর্ক থেকে।
মন কি বাত অনুষ্ঠানে মহিলাদের বিভিন্ন প্রচেষ্টার প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেছেন, ””বর্তমানে স্কিল ইন্ডিয়া হোক, স্বনির্ভর গোষ্ঠী হোক অথবা ছোট-বড় শিল্প, সবক্ষেত্রেই মহিলারা নেতৃত্ব দিয়েছেন। সেনাবাহিনীতেও এখন মেয়েরা নতুন ও বড় পদের দায়িত্ব পালন করছেন। প্রজাতন্ত্র দিবসে আমরা দেখেছি মেয়েরাও আধুনিক যুদ্ধবিমান উড়িয়েছে।”