নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারী৷৷ আবারো আগুনে পুড়িয়ে এক গৃহবধূ হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে৷ মৃত গৃহবধূর নাম শিল্পী নাথ (২৩)৷ মৃতার পরিবারের দাবি, স্বামী বিজন কান্তি নাথের পরকীয়ার জেরেই বসত ঘর সহ স্ত্রীকে পুড়িয়ে হত্যা৷ অগ্ণিদগ্দ অবস্থায় স্বামীও হাসপাতালে চিকিৎসাধীন৷ ঘটনা চুরাইবাড়ি থানাধীন নদীয়াপুর শনিছড়া এলাকায়৷জানা গেছে, উত্তর জেলার চুরাইবাড়ী থানাধীন নদিয়াপুর শনিছড়া গ্রামের তিন নং ওয়ার্ডের বাসিন্দা উপেন্দ্র নাথের ছেলে বিজন কান্তি নাথের সাথে ২০১৮ সালে সামাজিক ভাবে বিয়ে হয় একই থানাধীন ফুলবাড়ী গ্রামের দুই নং ওয়ার্ডের বাসিন্দা মনোরঞ্জন নাথের মেয়ে শিল্পী নাথের৷
বিয়ের পর স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিকঠাক চললেও স্বামীর পরকীয়ার সম্পর্ক স্ত্রীর নজরে আসতেই সংসারে শুরু হয় অশান্তি৷স্বামী বিজন তার বড় ভাই অজিত নাথের স্ত্রী অর্থাৎ নিজ বৌদির সাথে পরকীয়ার সম্পর্ক স্ত্রীর নজরে আসতেই স্বামী শিল্পীর উপর শারিরীক ও মানসিক অত্যাচার শুরু করে৷ উক্ত পরকীয়ার ঘটনা নিয়ে সালিশি সভা পর্যন্ত গড়ায়৷ এরই মধ্যে তাদের ঘরে জন্ম নেয় এক কন্যা সন্তান,যার বয়স বর্তমানে আড়াই বছর৷
কিন্তু ইদানিং কালে স্বামী বিজন নিজ বসত ঘরে পেট্রোল এনে স্টক করতে থাকে৷তাতে করে স্ত্রীর মনে সন্দেহ দেখা দিলে উক্ত ঘটনাটি স্ত্রী শিল্পী ফোন মারফৎ তার ভাইয়ের সাথে আলোচনা করে৷ অবশেষে শনিবার রাত আনুমানিক দুটো নাগাদ বসত ঘর সহ স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা করে স্বামী বিজন,এমনটাই অভিযোগ৷ মৃতার পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,বড় ভাইয়ের বৌ অর্থাৎ বৌদির সাথে স্বামী বিজনের পরকীয়ার জেরেই স্ত্রী শিল্পীকে পরিকল্পনা মাফিক আগুনে পুড়িয়ে হত্যা করেছে৷ ঘটনার খবর পেয়ে চুরাইবাড়ি থানার পুলিশ ঘটনাস্থল থেকে এদিন রাতেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কদমতলা হাসপাতালের মর্গে নিয়ে আসে৷ রবিবার ময়নাতদন্তের পর গৃহবধুর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয় পুলিশ৷
এদিকে মৃতার বাবার বাড়ির তরফ থেকে চুরাইবাড়ি থানায় একটি হত্যার মামলা রুজু করা হয়েছে৷ পুলিশ গোটা ঘটনাটি সুক্ষ্ম ভাবে তদন্ত করে দেখছে৷ অপরদিকে অভিযুক্ত স্বামী বিজন কান্তি দাস অল্পবিস্তর অগ্ণিদগ্দ হয়ে চিকিৎসাধীন বলে জানা গেছে৷ পাশাপাশি আড়াই বছরের কন্যা সন্তানটি অক্ষত অবস্থায় রয়েছে৷ময়নাতদন্তের রিপোর্ট আসলেই পুলিশি রহস্যজনক হত্যাকাণ্ডটির আসল রহস্য উন্মোচন করতে সক্ষম হবে৷