কলকাতা,২৭ ফেব্রুয়ারি (হি. স.): পুরভোটকে কেন্দ্র করে নিউ ব্যারাকপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে উত্তেজনা । অভিযোগ উঠেছে,নিউ ব্যারাকপুর এলাকায় বহিরাগতদের বিরুদ্ধে সিপিএম প্রার্থী সন্ধ্যা মজুমদারের এজেন্ট ও ভোটারদের বাধা ও মারধরেরও অভিযোগ ।
অপরদিকে, দমদম পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের আলিপুর এলাকায় সিপিএম প্রার্থী শিবশঙ্কর ঘোষকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । এমনকি ভোটারদেরও মারধর করা হয় বলে অভিযোগ । এলাকায় মোতায়েন বিরাট পুলিশ বাহিনী । এমনকি রাজপুর-সোনারপুর এলাকার ১৭ নম্বর ওয়ার্ডের রাজপুর বিদ্যানিধি স্কুলে ঢুকে বহিরাগতদের তাণ্ডব । অভিযোগ আতঙ্কে সকালে ভোট দিতে যাননি কোনও ভোটার ।

