বালুরঘাট, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): পুরভোটকে কেন্দ্র করে রবিবার বালুরঘাটের ২২ নম্বর ওয়ার্ডে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে পুলিশের বচসা বাধে।
জানা গিয়েছে, বালুরঘাট থানার আইসি অসীম গোপের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সুকান্তবাবু। আনন্দ বাগান এলাকায় সকাল থেকেই তৃণমূল প্রার্থী বেশ কিছু লোক নিয়ে বসে ছিলেন বলে অভিযোগ। এরপরই ঘটনাস্থলে আসেন সুকান্তবাবু। তিনি চারটি গাড়ি নিয়ে ঘুরছেন বলে অভিযোগ ওঠে। ম্যাজিস্ট্রেট বারণ করতেই সুকান্তবাবু পাল্টা প্রশ্ন করেন, নিরাপত্তারক্ষীর গাড়ি নিয়ে ঘোরা তাঁর অধিকার।