Hacker BJP JP Naddar Twitter : হ্যাকারদের নজরে নাড্ডার টুইটার অ্যাকাউন্ট, ফিরল স্বাভাবিক অবস্থায়

নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): এবার হ্যাকারদের নজরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার টুইটার অ্যাকাউন্ট। রবিবার সকালে নাড্ডার ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়। টুইটও করা হয়, অনুরাগীদের উদ্দেশে লেখা হয়, রাশিয়ার জনগণের পাশে দাঁড়াতে। এছাড়াও ক্রিপ্টোকারেন্সি অনুদানের অনুরোধ রা হয়। কয়েক মিনিটের মধ্যে পোস্টগুলি মুছে ফেলা হয়। স্বাভাবিক অবস্থায় ফিরে আসে নাড্ডার অ্যাকাউন্ট।

একটি টুইটে লেখা হয়, “রাশিয়ার জনগণের পাশে দাঁড়ান। এখন ক্রিপ্টোকারেন্সি ডোনেশন গ্রহণ করা হচ্ছে। বিটকয়েন এবং ইথেরিয়াম।” আরও একটি টুইটে নাড্ডার অ্যাকাউন্ট থেকেই হ্যাকার লেখে, “দুঃখিত, আমার অ্যাকাউন্ট হক হয়েছে।” কিছুক্ষণের মধ্যেই টুইটগুলি ডিলিট করে দেওয়া হয়। স্বাভাবিক অবস্থায় ফিরে আসে নাড্ডার টুইটার অ্যাকাউন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *