কলকাতা,২৭ ফেব্রুয়ারি (হি. স.): পুরভোটকে কেন্দ্র করে উত্তপ্ত কামারহাটি পুরসভা এলাকা । কামারহাটির ২৯ নম্বর ওয়ার্ডে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ ।র্যাফ ও পুলিশ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় ।
অভিযোগ উঠেছে,কামারহাটির ২৯ নম্বর ওয়ার্ডে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ। যার জেরেই বাঁশ নিয়ে একে অন্যের ওপর চড়াও হয় বলে অভিযোগ । কামারহাটির ২৯ নম্বর ওয়ার্ডের উত্তর বাসুদেবপুরে দুষ্কৃতী তাণ্ডব বোমাবাজির অভিযোগও ওঠে।যার জেরে এদিন দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি । নর্দমায় উল্টে ফেলে দেওয়া হয় মোটরবাইক এমনকি আরও কয়েকটি মোটরবাইক, স্কুটারে ভাঙচুর চালানো হয় । র্যাফ ও পুলিশ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় । ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি । এলাকায় বর্তমানে কড়া পুলিশি প্রহরা ।