Mann Ki Baat Prime Minister Narendra Modi : ভারত থেকে পাচার হওয়া মূর্তি ফিরিয়ে আনাই আমাদের কর্তব্য, মন কি বাতে বললেন মোদী

নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): ভারত থেকে পাচার হয়েছে অনেক মূর্তি, বিক্রি হয়েছে বিভিন্ন দেশে। ভারত থেকে পাচার হওয়া সেই সমস্ত মূর্তি দেশে ফরিয়ে আনাই প্রধান লক্ষ্য আমাদের। রবিবার মাসিক মন কি বাত অনুষ্ঠানে এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ২০১৪ সালের পর থেকে এযাবৎ আমেরিকা, ব্রিটেন ও কানাডার মতো বিভিন্ন দেশ থেকে ২০০-র বেশি মূর্তি ফিরিয়ে আনা হয়েছে।

রবিবার মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “অনেক মূর্তি ভারত থেকে পাচার করা হয়েছে এবং,ল বিভিন্ন দেশে সেগুলো বিক্রি করা হয়েছে। সেই সমস্ত মূর্তিগুলি ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব ছিল। ২০১৩ সাল পর্যন্ত, মাত্র ১৩টি মূর্তি ফিরিয়ে আনা হয়েছিল কিন্তু, ২০১৪ সালের পর আমেরিকা, ব্রিটেন, কানাডার মতো দেশ থেকে ২০০টিরও বেশি পূর্বের মূর্তি ফিরিয়ে আনা হয়েছে।
এদিন শুরুতেই প্রধানমন্ত্রী বলেছেন, চলতি মাসের শুরুতেই ইতালি থেকে নিজস্ব একটি মূল্যবান ঐতিহ্য ফিরিয়ে আনতে সফল হয়েছে ভারত। এই ঐতিহ্য অবলোকিতেশ্বর পদ্মপানির হাজার বছরেরও বেশি পুরনো মূর্তি। এই মূর্তিটি কয়েক বছর আগে বিহারের গয়াজির দেবতা স্থান কুন্দলপুর মন্দির থেকে চুরি হয়েছিল। মোদী আরও বলেছেন, “কয়েক বছর আগে, তামিলনাড়ুর ভেলোর থেকে ভগবান অঞ্জনেয়ার হনুমানজির মূর্তি চুরি হয়েছিল। হনুমানজির এই মূর্তিটিও ছিল ৬০০-৭০০ বছরের পুরনো। এই মাসের শুরুতে, আমরা এটি অস্ট্রেলিয়ায় পেয়েছি।”