লখনউ, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): শান্তিতে ও নির্বিঘ্নেই ভোটপর্ব চলছে উত্তর প্রদেশে। রবিবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে সন্ধ্যা ৬টা অবধি। বেলা এগারোটা অবধি সার্বিক ভোট পড়েছে ২১.৩৯ শতাংশ। পঞ্চম দফায় মোট ৬১টি আসনে ভোটগ্রহণ হচ্ছে রবিবার, মোট ৬৯২ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা হচ্ছে।
এই দফায় উত্তর প্রদেশের ১২টি জেলার ৬১টি আসনে ভোটগ্রহণ চলছে, এই জেলাগুলির মধ্যে রয়েছে, আমেঠি, রায়বেরেলি, সুলতানপুর, চিত্রকূট, প্রতাপগড়, প্রয়াগরাজ, অযোধ্যা ও গোন্ডা।
নির্বাচন কমিশন জানিয়েছে, এগারোটা অবধি আমেঠিতে ভোট পড়েছে ২১.৫৫ শতাংশ, রায়বেরেলিতে ২০.১১ শতাংশ, সুলতানপুরে ২২.৪৪ শতাংশ, চিত্রকূটে ২৫.৫৯ শতাংশ, প্রতাপগড়ে ২০.০৯ শতাংশ, প্রয়াগরাজে ১৮.৭৮ শতাংশ, অযোধ্যায় ২৪.৬১ শতাংশ, বারাবাঙ্কিতে ১৮.৬৭ শতাংশ, বাহরাইচে ২২.৮২ শতাংশ, কৌশান্বিতে ২৫.০৩ শতাংশ, সরস্বতীতে ২৩.১৮ শতাংশ ও গোন্ডায় ২২.৫৯ শতাংশ।
প্রসঙ্গত, উত্তর প্রদেশে আর দু”টি দফার ভোটগ্রহণ বাকি রয়েছে। ষষ্ঠ দফার ভোট হবে ৩ মার্চ ও ৭ মার্চ হবে সপ্তম দফার ভোটগ্রহণ। ভোটগণনা হবে আগামী ১০ মার্চ।

