Uttar Pradesh BJP Siddharth Nath Singh : উত্তর প্রদেশে বিজেপি ফের ৩০০-র গণ্ডি পেরোবে, বললেন আত্মবিশ্বাসী সিদ্ধার্থ নাথ সিং

প্রয়াগরাজ, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশে ফের সরকার গঠন করবে বিজেপি। অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে জানালেন উত্তর প্রদেশের মন্ত্রী ও এলাহাবাদ পশ্চিম বিধানসভা আসনের বিজেপি প্রার্থী সিদ্ধার্থ নাথ সিং। রবিবার সকালে জ্বলা দেবী সরস্বতী বিদ্যা মন্দির ইন্টার কলেজের পোলিং বুথে ভোট দেওয়ার পর সিদ্ধার্থ নাথ সিং বলেছেন, “আমরা ৩০০-র গণ্ডি অতিক্রম করব এবং আবারও সরকার গঠন করব। মানুষ উন্নয়নমূলক কাজের ভিত্তিতেই ভোট দেবেন।”

উত্তর প্রদেশের মন্ত্রী সিদ্ধার্থ নাথ সিং এলাহাবাদ পশ্চিম আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রবিবারই তাঁর ভাগ্যপরীক্ষা হচ্ছে। এদিন সকালে ভোট দেওয়ার প্রাক্কালে প্রয়াগরাজের সাই বাবা মন্দিরে পূজার্চনা করেন সিদ্ধার্থ নাথ সিং ও তাঁর পরিবারের সদস্যরা। তারপর নিজের ভোট দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *