District BJP president Subrata Bhattacharya : উন্নয়নের স্বার্থে করিমগঞ্জের তিনটি পুরপর্ষদে বিজেপি প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান দলের জেলা সভাপতির

করিমগঞ্জ (অসম), ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : আর্থ-সামাজিক উন্নয়ন ও সমাজকে ঐক্যবদ্ধ রাখার লক্ষ্যে করিমগঞ্জ পুর নির্বাচনে ২৭টি ওয়ার্ডেই বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয় যুক্ত করার আহ্বান জানাচ্ছেন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য। যাঁরা জিতে আসবেন, স্বচ্ছ ভাবমূর্তি বজায় রেখে কোনও রকম অভিযোগে প্ররোচিত না হয়ে পুর এলাকার নাগরিকদের সেবা করে যাবেন তাঁরা। মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার এটাই লক্ষ্য। ৬ মার্চ অনুষ্ঠেয় পুরনির্বাচন প্রসঙ্গে বলেছেন জেলা বিজেপি সভাপতি সুব্রত।

করিমগঞ্জ পুর এলাকার ২৭টি ওয়ার্ডেই বিজেপির প্রবীণ ও নবীন কার্যকর্তাদের নিয়ে দলীয় প্রার্থীদের পালে হাওয়া তুলতে জোরদার প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন জেলা বিজেপি সভাপতি। প্রতিটি সভা-সমিতিতে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার উন্নয়নমূলক কাজকর্ম, সমাজকে ঐক্যবদ্ধ রাখার প্রয়াস, রাজ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখার কথা পুরবাসীর কাছে তুলে ধরছেন তিনি। মুখ্যমন্ত্রী ড. শর্মার নেতৃত্বে সমগ্র রাজ্যের সঙ্গে করিমগঞ্জ জেলায়‌ও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন হ‌ওয়ার কথাও নাগরিকদের অবগত করিয়ে, পুরভোটে বিজেপি প্রার্থীদের জয় সুনিশ্চিত করার আবেদন জানাচ্ছেন সুব্রত।

করিমগঞ্জ সহ প্রথমবারের মতো রামকৃষ্ণনগর এবং বদরপুরে অনুষ্ঠেয় পুরসভা নির্বাচনে বিজেপিই জয়ী হবে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জেলার তিনটি পুরসভা‌ই বিজেপি দখল করবে বলে দৃঢ়তার সঙ্গে দাবি করেছেন সুব্রত। বদরপুর এবং রামকৃষ্ণনগরে বিলুপ্ত-প্রায় কংগ্রেস একটি আসনেও জয়লাভ করাও দুষ্কর হয়ে দাঁড়াবে বলে দাবি সুব্রত ভট্টাচার্যের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার জনমুখি প্রকল্পগুলো বাস্তবায়নের গতি ত্বরান্বিত করতে করিমগঞ্জ, বদরপুর এবং রামকৃষ্ণনগর পুরভোটে বিজেপি-প্রার্থীদের পক্ষেই তিনটি পুর এলাকার সচেতন নাগরিককুল তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য।