Local Train Service Mumbai : গ্রিড বসে মুম্বইয়ের বিস্তীর্ণ অংশে বিদ্যুৎ বিভ্রাট, স্তব্ধ লোকাল ট্রেন পরিষেবাও

মুম্বই, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): আচমকাই মুম্বইয়ের বিস্তীর্ণ অংশ বিদ্যুৎহীন হয়ে পড়ল। যার জেরে চরম ভোগান্তির মুখে পড়তে হয় বাণিজ্যনগরী বাসিন্দাদের। স্তব্ধ হয়ে যায় লোকাল ট্রেন পরিষেবাও, সকাল ৯.৪২ মিনিট থেকে বিদ্যুৎ ছিল না আন্ধেরি ও চার্চগেটের মধ্যে। বৃহন্মুম্বই পুরনিগমের কমিশনার ইকবাল সিং চহাল জানিয়েছেন, টাটা বিদ্যুৎকেন্দ্রের একটা অংশ বসে যাওয়ায় বিদ্যুৎহীন হয়ে পড়ে মুম্বইয়ের একটা বড় অংশ। তবে যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

ইকবাল বলেন, “মুলুন্দ-ট্রম্বের টাটা বিদ্যুৎ কেন্দ্রের এমএসইবি ২২০ কেভি ট্রান্সমিশন লাইন বসে যাওয়ায় মুম্বইয়ের বেশির ভাগ জায়গায় বিদ্যুৎ চলে গিয়েছে বলে জানিয়েছে শহরের প্রধান বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা বেস্ট।” বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা বেস্ট বিবৃতি দিয়ে জানিয়েছে, টাটা বিদ্যুৎ কেন্দ্রের গ্রিড বসে যাওয়ায় সিওন, মাটুঙ্গা, পারেল, দাদর, সিএসএমটি, বাইকুল্লা, চার্চগেট-সহ বিশাল অংশে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে।