চেন্নাই, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন অভিনেত্রী শ্রুতি হাসান। রবিবার শ্রুতি নিজেই জানিয়েছেন, যাবতীয় সতর্কতা নেওয়া সত্ত্বেও তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইনস্টাগ্রামে করোনা-আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়েছেন ৩৬ বছর বয়সী শ্রুতি।
তিনি অনুরাগীদের অবগত করে লিখেছেন, “একটি দ্রুত তবে আনন্দের আপডেট নয়, যাবতীয় সতর্কতা অবলম্বন করা সত্ত্বেও আমি করোনাভাইরাসে সংক্রমিত হয়েছি। সকলকে ধন্যবাদ, শীঘ্রই দেখা হবে।” শ্রুতিকে শেষবার দেখা গিয়েছিল থ্রিলার সিরিজ “বেস্ট সেলার”-এ।

