জামতারা, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): দীর্ঘ সময় অতিক্রান্ত, ঝাড়খণ্ডের জামতারা জেলায় নৌকাডুবির ঘটনায় এখনও নিখোঁজ ১২ জন। নিখোঁজ ১২ জনের খোঁজে শনিবার বারাকার নদীতে তল্লাশি অভিযান চালানো হয়। তবে, খোঁজ পাওয়া যায়নি। ওই ১২ জনের আর বেঁচে থাকার কোনও সম্ভাবনা নেই বলেই মনে করছে উদ্ধারকারী দল। গত বৃহস্পতিবার বিকেলে ঝাড়খণ্ডের ধানবাদ জেলার নিরসা থেকে জামতারার বেরিগাঁও অভিমুখে যাচ্ছিল নৌকাটি। বারবেন্দিয়া ব্রিজের কাছে নৌকাটি ডুবে যায়। ওই নৌকায় মোট ১৮ ছিলেন বলে জানা গিয়েছে।
নিখোঁজ হয়ে যান ১৬ জন, ইতিমধ্যেই ৫ জনকে উদ্ধার করা হয়েছে। তবে, এখনও ১২ জনের কোনও খোঁজ পাওয়া যায়নি। শনিবার উদ্ধারকারী দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ ১২ জনের খোঁজে তল্লাশি চলছে নদীতে। এনডিআরএফ-এর ১২-১৫ জন জওয়ান তাঁদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।