নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): জাতীয় ইমিউনাইজেশন অভিযানের অংশ হিসেবে পোলিও জাতীয় টিকা দিবসের সূচনা করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া। শনিবার পোলিও জাতীয় টিকা দিবসের সূচনা করার পর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, সুস্থ ভারত নির্মাণে শিশুদের সুস্থতা অত্যন্ত প্রয়োজন। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী নিজেই পাঁচ বছরের কম বয়সী শিশুদের পোলিও ড্রপ দেন।
টুইট করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া জানিয়েছেন, “দুই ফোঁটা জীবনের জন্য। পাঁচ বছরের কম বয়সী শিশুদের পোলিও থেকে রক্ষা করার জন্য, ‘পোলিও জাতীয় টিকা দিবস-২০২২’-এর সূচনা হয়েছে। সুস্থ ভারত নির্মাণে শিশুদের সুস্থ থাকা প্রয়োজন। পরিবারের সদস্যদের অনুরোধ করছি, এগিয়ে এসে শিশুদের পোলিও ড্রপ খাওয়ান।”