রাশিয়ার বিরুদ্ধে ভোট দিল না ভারত ও চিন, প্রস্তাবের পক্ষে ১১টি দেশ

নিউইয়র্ক, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ভোটদান থেকে বিরত থাকল ভারত। একই অবস্থান নিয়েছে চিন ও সংযুক্ত আরব আমিরশাহিও। মোট ১১টি দেশ রাশিয়ার বিরুদ্ধে ভোট দিয়েছে (প্রস্তাবের পক্ষে), রাশিয়া নিজের ভেটো ক্ষমতা ব্যবহার করেছে (রেজোলিউশনটি ব্লক করতে)। ভোটদান থেকে বিরত থেকেছে ভারত, চিন ও সংযুক্ত আরব আমিরশাহি।

ইউক্রেনের ভূখণ্ডে রুশ আক্রমণের বিরোধিতা করে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে যৌথ ভাবে প্রস্তাব আনে আমেরিকা এবং আলবেনিয়া। তাতে রুশ আগ্রাসনের তীব্র নিন্দা করা হয়। দাবি তোলা হয়, অবিলম্বে ইউক্রেন থেকে রুশ সেনার প্রত্যাহার এবং আগ্রাসী মনোভাবের সংবরণের। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, নিজেদের বারাকে ফিরে যাওয়া উচিত রুশ সেনাবাহিনীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *