উত্তর প্রদেশে রবিবার পঞ্চম দফায় ৬১ আসনে ভোট, কেশব মৌর্য-সহ ৬৯২ প্রার্থীর ভাগ্যপরীক্ষা

লখনউ, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশে রবিবার, ২৭ ফেব্রুয়ারি পঞ্চম দফার ভোট। পঞ্চম দফায় মোট ৬১টি আসনে ভোটগ্রহণ হবে রবিবার, এই দফায় ভাগ্যপরীক্ষা হবে কয়েকজন হেভিওয়েট প্রার্থীর, তাঁদের মধ্যে রয়েছেন উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা কেশব প্রসাদ মৌর্য। মোট ৬৯২ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা হবে রবিবার। রবিবার সকাল সাতটা থেকে শুরু হবে ভোটগ্রহণ, চলবে সন্ধ্যা ৬টা অবধি।

এই দফায় উত্তর প্রদেশের ১২টি জেলার ৬১টি আসনে ভোটগ্রহণ হবে, এই জেলাগুলি হল-আমেঠি, রায়বেরেলি, সুলতানপুর, চিত্রকূট, প্রতাপগড়, প্রয়াগরাজ, অযোধ্যা ও গোন্ডা। রবিবার বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর ভাগ্যপরীক্ষা হবে, তাঁদের মধ্যে রয়েছেন উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা কেশব প্রসাদ মৌর্য, তিনি সিরাথু আসন থেকে লড়ছেন। এছাড়াও রয়েছেন কংগ্রেসের আরাধনা মিশ্র, নির্দল বিধায়ক রঘুরাজ প্রতাপ সিং, উত্তর প্রদেশের মন্ত্রী সিদ্ধার্থ নাথ সিং, যিনি এলাহাবাদ পশ্চিম আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সকল সাতটা থেকে শুরু হবে ভোটগ্রহণ, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। উত্তর প্রদেশে আর দু’টি দফার ভোটগ্রহণ বাকি রয়েছে। ষষ্ঠ দফার ভোট হবে ৩ মার্চ ও ৭ মার্চ হবে সপ্তম দফার ভোটগ্রহণ। ভোটগণনা হবে আগামী ১০ মার্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *