আম্বেদকর নগর, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): সমাজবাদী পার্টির বিরুদ্ধে তোপ দাগলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা যোগী আদিত্যনাথ। বললেন, তাঁরা নিজেদের সমাজতান্ত্রিক বলে দাবি করে, কিন্তু সমাজবাদী পার্টিতে শুধুমাত্র সাইফাই পরিবারই বিকশিত হয়। সাইফাই হল অখিলেশ যাদবের জন্মস্থান। শনিবার উত্তর প্রদেশের আম্বেদকর নগরের একটি জনসভায় যোগী আদিত্যনাথ বলেছেন, “ডাঃ রাম মনোহর লোহিয়া বলতেন, একজন প্রকৃত সমাজতন্ত্রীকে অবশ্যই “সম্পত্তি এবং বংশ থেকে দূরে থাকতে হবে”। কিন্তু এই ধরনের তথাকথিত সমাজতন্ত্রীদের স্লোগান হল ‘সবকা সাথ, সাইফাই পরিবার কা বিকাশ’।
যোগী আদিত্যনাথ বলেছেন, ১৯৬০ সালে ডাঃ লোহিয়া রামায়ণ মেলা শুরু করেছিলেন। কিন্তু, এখন, তাঁর বর্তমান অনুসারীরা রাম ভক্তদের গুলি করে।” যোগীর কথায়, স্পষ্টতই অযোধ্যায় “কর সেবকদের” উপর পুলিশ গুলি চালানোর কথা উল্লেখ করে যখন মুলায়ম সিং যাদব রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন৷ পূর্বতন সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে যোগী বলেছেন, “যারা গরীবের রেশন খেয়েছে তাঁদের জন্য আমাদের বুলডোজার রয়েছে। বুলডোজারের শক্তি এমন যে এটি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে নির্মাণের পাশাপাশি অসৎ ও দুর্নীতিবাজ নেতাদের সম্পত্তি ধ্বংস করতে ব্যবহৃত হয়।”