কলকাতা, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): ফের একবার করোনায় আক্রান্ত হলেন বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে তিন নম্বরবার কোভিড রিপোর্ট পজিটিভ এল তাঁর। অনেক আগেই প্রথমবার করোনা আক্রান্ত হয়েছিলেন অভিনেতা, এরপর সেরেও উঠেছিলেন। দিন ১৫ আগেই ওমিক্রনে আক্রান্ত হয়েছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। ১৩ ফেব্রুয়ারি অসুস্থতার খবর প্রথম জানা যায়। বাড়িতেই নিভৃতবাসে ছিলেন তিনি। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই ফের তাঁর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ল। কোভিডের সঙ্গে এবার রয়েছে ডেঙ্গুও!
গত পরশু রাত থেকে অসুস্থ অভিনেতা। আগের বারে তেমন সমস্যা না থাকলেও এ বারে ১০৩ জ্বর তাঁর। ফলে, আবারও রক্ত পরীক্ষা হয়। রিপোর্টে ডেঙ্গু এবং কোভিড ধরা পড়েছে। তবে আপাতত স্থিতিশীলই আছেন তিনি। বাড়িতেই চিকিৎসা চলছে তাঁর। আপতত বাতিল করা হয়েছে ২৮ ফেব্রুয়ারি রোটারি সদনে আয়োজিত বিশেষ অনুষ্ঠান পর্ব।
বর্তমানে লাইমলাইট থেকে দূরেই থাকেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। চলতি বছর প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ভারত সরকারের পক্ষ থেকে পদ্মবিভূষণ সম্মান প্রাপকের তালিকায় নাম ঘোষণা করা হয়েছে তাঁর। শিল্পকলায় অবদানের জন্য এই পদ্ম-সম্মান পাচ্ছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। বাংলা থেকে কার্যত স্বেচ্ছা নির্বাসন নিয়েছেন তিনি, গত কয়েক বছর ধরেই মুসৌরীর বাসিন্দা অভিনেতা।