শ্রীনগর, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): কাশ্মীরে জঙ্গি-দমন অভিযানে ফের সাফল্য পেল সুরক্ষা বাহিনী। জম্মু-কাশ্মীরের শোপিয়ান জেলায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে দু’জন সন্ত্রাসবাদী। গুলির লড়াইয়ে শেষে এনকাউন্টারস্থল থেকে মিলেছে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য বেআইনি সামগ্রী। শোপিয়ান জেলার আমশিপোরা এলাকার ঘটনা। নিহত জঙ্গিদের পরিচয় এখনও অবধি জানা যায়নি।
কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, খবর পাওয়া যায় দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার আমশিপোরা এলাকায় লুকিয়ে রয়েছে কয়েকজন জঙ্গি। সেই খবর পাওয়ার পর ওই এলাকায় অভিযান চালানো হয়। প্রথমে জঙ্গিরা গুলি চালায়, প্রত্যুত্তরে সুরক্ষা বাহিনীও গুলি চালায়। এনকাউন্টারে নিকেশ হয়েছে দুই জঙ্গি। ওই এলাকায় তল্লাশি চালিয়ে মিলেছে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য বেআইনি সামগ্রী।