Protest: ইউক্রেন যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ, কমপক্ষে ১,৭০০ জন ধৃত রাশিয়ায়

সেন্ট পিটার্সবার্গ, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): ইউক্রেন যুদ্ধের বিরুদ্ধে রাশিয়াতেই বিক্ষোভ! যুদ্ধের প্রতিবাদ করায় আটক করা হয়েছে হাজার হাজার মানুষকে। ইউক্রেন যুদ্ধের প্রতিবাদে সেন্ট পিটার্সবার্গে জড়ো হয়েছিলেন প্রায় এক হাজার মানুষ, সেখান থেকে অনেককে মুখোশধারী পুলিশ অফিসাররা আটক করেন। রাশিয়ার বহু নাগরিকই ইউক্রেনে সামরিক অভিযানের জন্য ক্ষুদ্ধ। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘ভিলেন’ আখ্যা দিয়েছেন তাঁরা।

পুতিন যখন ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দেন তখন ঘুমিয়েছিল মস্কো। ঘুম ভাঙতেই রাশিয়া জানতে পারে, ইউক্রেনে অভিযান শুরু করে দিয়েছে রাশিয়া। মৃত্যু হয়েছে নিরপরাধ মানুষের। এই যুদ্ধের বিরুদ্ধেই সেন্ট পিটার্সবার্গে জড়ো হয়েছিলেন অসংখ্য মানুষ, সেখান থেকে অনেককে মুখোশধারী পুলিশ অফিসাররা আটক করেন। রাশিয়ার বিভিন্ন শহরে যুদ্ধের বিরুদ্ধে মিছিলও বেরিয়েছে। রাশিয়ার ৫৩টি শহর থেকে আটক করা হয়েছে ১,৭০০ জনকে। শুধুমাত্র মস্কোতেই আটক করা হয়েছে ৯০০ জনকে এবং সেন্ট পিটার্সবার্গে ৪০০ জন।