মুম্বই, ২৫ ফেব্রুয়ারি (হি.স.) : রাশিয়া ইউক্রেনে হামলা চালাতেই গোটা বিশ্ব বাজারে পতন শুরু হয় শেয়ার বাজারে । হু হু করে নামতে থাকে সূচক। তবে শুক্রবার সকালেই বাজার খুলতেই একধাক্কায় কিছুটা বেড়েছে সূচক। গতকাল স্টক মার্কেট প্রায় ২৮০০ পয়েন্ট পড়ে বন্ধ হয়েছিল। নিফটি পড়েছিল ৮৪২ পয়েন্ট। এদিন তা ঘুরে দাঁড়িয়েছে, যার ফলে কিছুটা চাঙ্গা বাজার।
শুক্রবার সকালেই বম্বে স্টক এক্সচেঞ্চের সূচক ৮৭৬ পয়েন্ট বেড়ে ৫৫৩২১ পয়েন্টে খোলে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্চের সূচক নিফটি ২৯৭ পয়েন্ট বেড়ে ১৬৫১৫ স্তরে খুলেছে। বাজার খোলার পর সূচকে ধারাবাহিকভাবে আজ চাঙ্গাভাব দেখা যাচ্ছে। দুপুর ১১.৩০ নাগাদ সূচক পয়েন্ট রয়েছে ৫৬,০২০ পয়েন্টে। গতকাল লাল রেখার নীচে থাকা শেয়ার গুলি ধীরে ধীরে উঠছে। বৃহস্পতিবার বাজার খোলার সময় দালাল স্ট্রিটের সূচক এক ধাক্কায় প্রায় দেড় হাজার পয়েন্ট পড়ে যায়। ১৪৫৮ পয়েন্ট কমে তা এসে দাঁড়ায় ৫৫,৭৭৪-এ।