ওয়াশিংটন, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): আর বোধ হয় এড়ানো গেল না রক্তক্ষয়ী যুদ্ধ। ইউক্রেনের ভূখণ্ডে সামরিক অভিযান শুরু করে দিয়েছে রাশিয়া। এই কঠিন সময়ে ইউক্রেনের জনগণের জন্য প্রার্থনা করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানিয়েছেন, “সমগ্র বিশ্বের প্রার্থনা ইউক্রেনের জনগণের সঙ্গে রয়েছে। কারণ তাঁরা রাশিয়ার সামরিক বাহিনীর দ্বারা অপ্ররোচিত এবং অহেতুক হামলার শিকার হয়েছেন।” বাইডেন জানান, “প্রেসিডেন্ট পুতিন একটি পূর্বপরিকল্পিত যুদ্ধ বেছে নিয়েছেন যা একটি বিপর্যয়কর জীবনহানি এবং মানুষের দুর্ভোগ নিয়ে আসবে।”
ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ার এই সামরিক অভিযানের নিন্দা করে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, “এই আক্রমণ যে মৃত্যু ও ধ্বংস ডেকে আনবে সে জন্য একমাত্র রাশিয়াই দায়ী। আমেরিকা এবং তাঁর মিত্ররা ঐক্যবদ্ধ এবং সিদ্ধান্তমূলক উপায়ে প্রতিক্রিয়া জানাবে। বিশ্ব রাশিয়াকে জবাবদিহি করবে।” হোয়াইট হাউস থেকে সামগ্রিক পরিস্থিতির দিকে নজর রাখবেন বলেও জানিয়েছেন জো বাইডেন।