আগরতলা, ২৪ ফেব্রুয়ারি (হি. স.) : ত্রিপুরায় বিএসএফ জওয়ান আত্মঘাতী হয়েছেন। ধলাই জেলায় গন্ডাছড়া মহকুমায় বিএসএফের ১২২ নম্বর ব্যাটেলিয়ানের মুখ্য কার্যালয়ে কর্মরত ওই জওয়ান নিজ রাইফেল থেকে গুলি ছুড়ে আত্মঘাতী হয়েছেন।
পুলিশ সুত্রে খবর, বুধবার রাত আনুমানিক ১০টা ১০ মিনিট নাগাদ ওই ঘটনা ঘটেছে। আত্মঘাতী বিএসএফ জওয়ান তামিলনাড়ুর পালাইয়ুর জেলার সাতপুর এলাকার বাসিন্দা আর রেনগাম(৩৭) বলে পরিচয় মিলেছে।
ওই জওয়ান বিএসএফের ১২২ নম্বর ব্যাটেলিয়ানে ই-কোম্পানিতে কর্মরত ছিলেন। গতকাল গন্ডাছড়া মহকুমায় রইস্যাবাড়ি থানাধীন সিকে বাড়ি এলাকায় বিওপিতে কর্মরত ছিলেন। রাত ১০টা ১০ মিনিটে নিজের এসএলআর রাইফেল থেকে ঘাড়ে গুলি ছুড়ে আত্মঘাতী হয়েছেন। গুলির শব্দ শুনে আশেপাশে টহলরত জওয়ানরা ছুটে আসেন এবং তাঁকে রইস্যাবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিত্সক তাঁকে মৃত বলে ঘোষণা দেন।
তাঁর মৃতদেহ আজ সকালে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য আনা হয়েছে। রইস্যাবাড়ি থানার পুলিশ ওই ঘটনায় তদন্ত শুরু করেছে। প্রসঙ্গত, ইতিপূর্বে ত্রিপুরায় একাধিক বিএসএফ জওয়ান আত্মঘাতী হয়েছেন। গত বছর অগাস্ট মাসে খোয়াই জেলায় পহরমুড়া বিওপিতে দুই সহকর্মীকে গুলিতে ঝাজরা করে এক বিএসএফ জওয়ান আত্মঘাতী হয়েছিলেন।