ভোপাল, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): মৃদু তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল মধ্যপ্রদেশের খারগোনে জেলা (আগে পশ্চিম নিমার জেলা হিসেবে জানা যেত)। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.৫। বৃহস্পতিবার সকাল ৪.৫৩ মিনিট নাগাদ এই ভূকম্পন অনুভূত হয়। মধ্যপ্রদেশের ইন্দোর থেকে ১২৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ছিল ভূমিকম্পের উৎসস্থল।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৪.৫৩ মিনিট নাগাদ ৩.৫ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় পশ্চিম নিমার জেলায়। ভূমিকম্পের উৎসস্থল ছিল ২১.৬৯ অক্ষাংশ ও ৭৫.৩৬ দ্রাঘিমাংশ, ভূপৃষ্ঠের মাত্র ৫ কিলোমিটার গভীরে। মধ্যপ্রদেশের ভোপাল থেকে ২৭৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ও উজ্জয়িনী থেকে ১৭১ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ছিল ভূমিকম্পের উৎসস্থল।