হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে স্বরাষ্ট্রসচিব, ডিজি, আইজি-দের সঙ্গে বৈঠক করবে রাজ্য কমিশন

কলকাতা, ২৩ ফেব্রুয়ারি (হি স)। পশ্চিমবঙ্গের বকেয়া পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের যৌক্তিকতা নিয়ে পরিকল্পনা বদল করে বুধবারই বৈঠক হচ্ছে। প্রথমে ঠিক হয়েছিল বৃহস্পতিবার এই বৈঠক হবে। পরে তড়িঘড়ি করে বুধবারই বৈঠক ডাকা হয়। হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে স্বরাষ্ট্রসচিব, ডিজি, আইজি-দের সঙ্গে বৈঠক করবে রাজ্য নির্বাচন কমিশন।

সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার হাইকোর্ট বুধবার রাজ্য নির্বাচন কমিশনের ঘাড়েই দিয়েছে। এদিকে, বাহিনী মামলা নিয়ে জরুরি ভিত্তিতে সুপ্রিম কোর্টে যাওয়ার ভাবনা বিজেপির।

বুধবার কলকাতা হাই কোর্টের তরফে জানানো হয় ১০৮টি পুরসভার ভোটে কেন্দ্রীয় বাহিনী থাকবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশন। রাজ্য প্রশাসনের সঙ্গে আলোচনার পরই সিদ্ধান্ত নিতে হবে। কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে হলে তা কেন প্রয়োজন, আর না হলেই বা কেন প্রয়োজন নয়, তা জানাতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে।

হাই কোর্টের তরফে আরও জানানো হয়েছে, রাজ্য পুলিশ দিয়ে ভোট হলে অশান্তির দায় নিতে হবে নির্বাচন কমিশনারকেই। বাহিনী নিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে।

উল্লেখ্য, এর আগে বিধাননগর, আসানসোল, চন্দননগর এবং শিলিগুড়ির পুরভোটেও বাহিনীর আরজি জানিয়ে হাই কোর্টে মামলা দায়ের হয়। তবে সে সিদ্ধান্তও কমিশনের উপরেই ছেড়েছিল আদালত। যদিও কমিশনের সিদ্ধান্তে শেষমেশ রাজ্য পুলিশের নজরদারিতেই হয় ভোটাভুটি। অশান্তির অভিযোগে দ্বিতীয়বার ফের আদালতের দ্বারস্থ হয় বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *