তেলিয়ামুড়া, ২৩ ফেব্রুয়ারি : বুধবার সকাল নাগাদ তেলিয়ামুড়ার দাওছড়া এলাকায় একটি বাইসাইকেল সহ প্রচুর পরিমাণ কাঠ উদ্ধার করেছে বনদপ্তর এর কর্মীরা।
ঘটনার বিবরণে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বনদপ্তর এর কর্মীরা এলাকায় উৎপেতে বসে থাকে। ওই সময় বাই সাইকেলে করে কাঠ নিয়ে যাচ্ছিল চোরাকারবারীরা। খবর পেয়ে বনদপ্তর এর কর্মীরা সেখান থেকে বাইসাইকেল আটক করে কাঠ গুলি উদ্ধার করতে সক্ষম হয়। তবে বাইসাইকেল ফেলে কাঠ পাচারকারী পালিয়ে গেছে বলে বনদপ্তর সূত্রের খবর। সেখান থেকে বাইসাইকেল গুলি উদ্ধার করে গামাই বাড়ি বনদপ্তর এর রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়েছে। উল্লেখ্য, এভাবে প্রতিনিয়ত বনজ সম্পদ ধ্বংস করে কাঠ পাচার অব্যাহত রয়েছে।