লখনউ, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশে পুনরায় ক্ষমতায় আসতে চলছে বিজেপি। দাবি করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী ও বিজেপি নেতা রাজনাথ সিং। বুধবার রাজনাথ সিং বলেছেন, “শুধু ইতিহাসের পুনরাবৃত্তি নয়, এবার আসন সংখ্যাও বাড়বে উত্তর প্রদেশ।” এদিন সকালে লখনউয়ের একটি পোলিং বুথে গিয়ে ভোট দিয়েছেন রাজনাথ সিং।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, “বিজেপি এবার শুধু ইতিহাসেরই পুনরাবৃত্তি করবে না, আমাদের আসন সংখ্যা বাড়বে তাও অনস্বীকার্য।” উত্তর প্রদেশের মন্ত্রী ও লখনউ ক্যান্টনমেন্ট আসনের বিজেপি প্রার্থী বৃজেশ পাঠক এদিন বলেছেন, “প্রতিটি ক্ষেত্র বিজেপিকে আশীর্বাদ করছে। আমরা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছি। মানুষ বিজেপিকে ভোট দিতে উত্তেজিত। আমরা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করব।”