Thief : গুদাম থেকে ৫০০ কেজি রাবার শিট চুরি

আগরতলা, ২৩ ফেব্রুয়ারি : নতুন বাজার আশ্রম চৌমুহনী এলাকায় একটি রাবার শিট এর গুদামে হানা দিয়ে চোরেরা প্রায় ৫০০ কেজি রাবার শিট চুরি করে নিয়ে গেছে। বুধবার সকালে দোকানের মালিক গুদামে গিয়ে ঘটনা প্রত্যক্ষ করেন। সঙ্গে সঙ্গে বিষয়টি নতুন বাজার থানার পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে চুরি যাওয়া রাবার শিট উদ্ধারের কোনো সংবাদ নেই। আশঙ্কা করা হচ্ছে গভীর রাতে গাড়ি নিয়ে এসে দরজার তালা ভেঙে  রাবার শিট গুলি নিয়ে গেছে।চুরি করে নিয়ে যাওয়া রাবার শিট এর আনুমানিক বাজার মূল্য অর্ধ লক্ষাধিক টাকা।  ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।